Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
তালেবানের মন্ত্রিসভা ঘোষণার সম্ভাবনা আজ

শুক্রবার

১৬ মে ২০২৫


২ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৭ জ্বিলকদ ১৪৪৬

তালেবানের মন্ত্রিসভা ঘোষণার সম্ভাবনা আজ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৩, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৭, ৩ সেপ্টেম্বর ২০২১
তালেবানের মন্ত্রিসভা ঘোষণার সম্ভাবনা আজ

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ সেপ্টেম্বর): তালেবানরা আফগানিস্তানে  নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ১৮ দিন পার করলেও এখনো নতুন সরকার ঘোষণা করেনি। অবশ্য, গতকাল বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর ঘোষণা আসতে পারে। খবর, এএফপি।

এদিকে, বিভিন্ন খবর ও ঘটনার বিশ্লেষণে স্থানীয় ও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম আভাস দিচ্ছে, আজ শুক্রবার তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে।  

এদিকে, এই পরিস্থিতির মধ্যেও পানশিরে বৃহস্পতিবার তালেবান ও প্রতিরোধযোদ্ধাদের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

গত ১৫ আগস্ট তালেবান বাহিনী কাবুল দখল করে নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আর পূর্ব চুক্তি অনুসারে ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০ বছরের অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের।  

বার্তা সংস্থা এএফপি তালেবানের একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, আজ পবিত্র জুমার নামাজের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে। 

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সরকার ঘোষণা নিয়ে তালেবানের দায়িত্বশীল ব্যক্তিরা এখনো মুখে কুলুপ এঁটে বসে আছেন। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেছেন, সরকার ঘোষণার দিনক্ষণ তিনি স্পষ্ট করে কিছু বলতে পারবেন না। তবে এটা মাত্র কয়েক দিনের বিষয়।

অপরদিকে, তালেবানের জ্যেষ্ঠ নেতা আহমাদুল্লাহ মুত্তাকী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে  অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ধারণা, সংগঠনটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতেই থাকবে সর্বময় ক্ষমতা। তাঁর অধীনে কাজ করবেন দেশটির প্রেসিডেন্ট। হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। তবে তালেবান জানিয়েছে, তিনি এখন কান্দাহারে আছেন।

এদিকে, তালেবান আগেই চার মন্ত্রী ঘোষণা দিয়েছিল।  ঘোষিত চার মন্ত্রী হলেনÑ অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আব্দুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হাক্কানী।

পানশিরে লড়াই
তালেবান সরকার গঠনের প্রস্তুতিকালেও পানশির উপত্যকায় প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতা আহমেদ মাসুদ। গতকাল তার নর্দান অ্যালাইন্সের সঙ্গে তালেবান যোদ্ধাদের তুমুল লড়াই হয়েছে।

ভৌগোলিক অবস্থানগত কারণেই পানশির জয় করা কঠিন। উঁচু পাহাড়ে ঘেরা এই উপত্যকার যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তেমন কাজ না-ও হতে পারে—এমনটা তালেবানেরও জানা। এ জন্য তারা পানশিরের প্রতিরোধযোদ্ধাদের আলোচনার আহ্বান জানিয়েছিল। কিন্তু সে আলোচনা শুরুতে ভেস্তে গেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়