যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় কমপক্ষে নয়জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০২ সেপ্টেম্বর): যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশে আকস্মিক বন্যা এবং টর্নেডোতে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে কয়েকজনের লাশ তাদের বাড়ির ডুবে যাওয়া বেসমেন্টে আটকে ছিল। এছাড়া একজনের লাশ বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়িতে পাওয়া গেছে।
নিউইয়র্ক এবং নিউ জার্সির গভর্নর এরই মধ্যে তাদেও স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও এ বন্যাকে ‘ ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র কেবল ঘন্টায় কমপক্ষে আট সেমি বৃষ্টি হয়েছে।
নিউ ইয়র্ক সিটির প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় যানবাহন বের করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক এবং নিউ জার্সির অনেক বিমান ফ্লাইট এবং ট্রেনযাত্রা স্থগিত করা হয়েছে।
নিউ জার্সির প্যাসাইক শহরের মেয়র হেক্টর লোরা সিএনএনকে জানিয়েছেন, বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ি থেকে ৭০ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এনবিসি নিউইয়র্ক জানিয়েছে, নিউ জার্সিতে বন্যায় কমপক্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এনবিসি এবং এএফপি জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে বন্যায় সাতজন মারা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজনের মৃতদেহ বাড়ির বেসমেন্টে আটকে ছিল। নিউইয়র্ক সিটিতে নিহতদের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে সাবওয়ে স্টেশন এবং মানুষের বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়া রাস্তাঘাটও বন্যার পানিতে তলিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক সিটি, ব্রুকলিন, কুইন্স এবং লং আইল্যান্ডের কিছু অংশে বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।