বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

এন-৯৫ মাস্ক করোনা আক্রান্তের মাত্রা কমায় ২৩গুণ: স্টাডি

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৩, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ২১:১৬, ২৩ অক্টোবর ২০২০
এন-৯৫ মাস্ক করোনা আক্রান্তের মাত্রা কমায় ২৩গুণ: স্টাডি

এন-৯৫ মাস্ক। ছবি: ফাইল ফটো

ঢাকা ২৩ অক্টোবর: সার্জিক্যাল এবং এন-৯৫ মাস্ক করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের কাঁশি থেকে ছড়ানো জীবানুর মাত্রা যথাক্রমে সাত এবং ২৩ গুণ কমিয়ে দিতে পারে। ইনডিয়ান ইনস্টিটিউিট অব টেকনোলজির (আইআইটি) দুজন গবেষকের সাম্প্রতিক স্টাডিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিক্স জার্নালে প্রকাশিত ওই স্টাডিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর কাঁশিতে কি পরিমাণ বাতাস দূষিত হতে পারে সেটার হিসেবও দেয়া হয়েছে। আইআইটি মুম্বাইয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিত আগারওয়াল এবং রাজনেশ ভার্দবাজ এ স্টাডি পরিচালনা করেন। এতে দেখা গেছে কোভিড-১৯ আক্রান্ত রোগী কাঁশি দেয়ার পর আট সেকেণ্ড পর্যন্ত বাতাসে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৩গুণ বেশি থাকে। স্টাডিতে বলা হয়েছে, মাস্কের ব্যবহার এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কা সাংঘাতিক ভাবে কমিয়ে দেয়। একই ভাবে কাঁশি দেয়ার সময় কনুই ব্যবহার এবং প্রয়োজনে রুমাল ব্যবহার কাঁশির মাধ্যমে এ ভাইরাসের বিস্তার ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করে।

গবেষকদ্বয় দেখেছেন কাঁশি দেয়ার পর বাতাসে এর জীবানু পাঁচ থেকে ১৪ সেকেণ্ড পর্যন্ত টিকে থাকতে পারে। এরপর তা নষ্ট হয়ে যায়। তারা বলছেন, একটি এন ৯৫ মাস্ক কেবল করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কাশি থেকে ছড়ানো জীবানু থেকেই সুস্থদের রক্ষা করবে না। রোগী থেকে বাতাসে যে পরিমান জীবানু ছড়াবে সেটাও প্রতিহত করবে। সূত্র: হিন্দুস্থান টাইমস

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়