বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইসোলেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০১, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৫৪, ১৬ নভেম্বর ২০২০
আইসোলেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৬ নভেম্বর): ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এখন আইসোলেশনে আছেন। পার্লামেন্টের এক সদস্যের সঙ্গে বৈঠকের পর পরীক্ষায় ওই এমপির কোভিড-১৯ পজিটিভ আসায় তিনি বৃহস্পতিবার থেকে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে জনসন প্রায় ৩৫ মিনিট ইংল্যান্ডের অ্যাশফিল্ডের রক্ষণশীল দলীয় এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেন। পরে অ্যান্ডারসনের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এদিকে জনসন প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোববার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রটেকশন (এনএইচএস) তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু এ পর্যন্ত তার মধ্যে কোভিড-১৯ এর কোনো লক্ষণ দেখা যায়নি।

স্থানীয় সময় রোববার রাতে এক টুইটবার্তায় জনসন বলেন, ‘আজ রাতে আমি এনএইচএস টেস্ট করিয়েছি। সুতরাং আমাকে অবশ্যই স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে। কারণ ইতিমধ্যে আমি এমন একজনের সংস্পর্শে ছিলাম, যার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।'

তিনি আরও বলেন, আমার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। তবে আমি সব ধরনের বিধিনিষেধ অনুসরণ করছি। সরকারের মহামারী বিষয়ক সংস্থার প্রধান হিসেবে আমি এখনও দায়িত্ব পালন করে যাব।

প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে তার এক মুখপাত্রও রোববার জানিয়েছেন।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়