মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মদের নেশায় হ্যান্ড স্যানিটাইজার পান, ভারতে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৬, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২০:২০, ২৫ এপ্রিল ২০২১
মদের নেশায় হ্যান্ড স্যানিটাইজার পান, ভারতে ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা (২৫ এপ্রিল): করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের  মদ কিনতে না পেরে নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার পান সাতজনের মৃত্যু হয়েছে। ভারতের  মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মৃত সাতজনই শ্রমিক ছিলেন। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয় পুলিশ জানিয়েছে, তারা সবাই মদ কিনতে চেয়েছিল। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। 

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

প্রসঙ্গত, স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা দেশটিতে এটাই প্রথম নয়। এর পূর্বে  গত বছর অন্ধ্রপ্রদেশেও এ রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জন মারা যায়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়