মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতে ২৪ ঘণ্টায় ২৭৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫৮, ২৫ এপ্রিল ২০২১
ভারতে ২৪ ঘণ্টায় ২৭৬০ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা (২৫ এপ্রিল): মহামারি করোনাতে শোচনীয় অবস্থা ভারতের। মহামারির দ্বিতীয় ঢেউয়ে যেন ভেঙে পড়েছে দেশটি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৬০ জন মানুষ। এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির অন্যতম গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। 

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ দিনের মতো সংক্রমণ তিন লাখের গণ্ডি পেরিয়েছে রবিবার। নতুন তিন লাখ ৪৯ হাজার ৩১৩ জন আক্রান্ত হয়েছেন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। গত তিন দিনে দেশটিতে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন। এদিকে গতকালের  ২৭৬০ জন নিয়ে দেশটিতে কেবল গত তিন দিনেই মৃত্যু বেড়ে দাঁড়াল সাড়ে ৭ হাজারে। গের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৬২৪ জন। 

মার্চ থেকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও সেটি প্রায় নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করেছে ৬ এপ্রিল থেকে। এই দিনই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করা শুরু করে এবং মৃত্যুর সংখ্যাও পৌঁছায় হাজারের কাছাকাছি।

ভারতের রাজ্যগুলোর মধ্যে বর্তমানে করোনাভাইরাসে সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ছাড়িয়ে গেছে।  এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। 

উল্লেখ্য, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় ।  আক্রান্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়