ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ ক্রুকে মৃত ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: নৌবাহিনীর সংবাদ সম্মেলন
ঢাকা (২৪ এপ্রিল): ইন্দোনেশিয়ার নৌবাহিনী নিখোঁজ হওয়া সাবমেরিনের ৫৩জন ক্রুকে মৃত ঘোষণা করেছে। গেল দুই দিনে প্রাপ্ত সাবমেরিনের বিভিন্ন ধ্বংসাবশেষ পাওয়ার প্রেক্ষিতে শনিবার সামরিক বাহিনীর প্রধান হাদি তিজাজান্তা এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। খবর এপি।
সামরিক বাহিনীর প্রধান হাদি তিজাজান্তা বলেন, বুধবার সাগরের যে স্থানে কেআরআই নাংগালা ৪০২ সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল সেখানে ভাসমান তেলের আস্তরণ এবং প্রাপ্ত ধ্বংসাবশেষে স্পষ্ট প্রতীয়মান হয় যে, সাবমেরিনটি ডুবে গেছে।
নিখোঁজ সাবমেরিনের বিভিন্ন ধ্বংসাবশেষ এবং অনুসন্ধানের প্রেক্ষিতে শনিবার ইন্দোনেশিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, কেআরআই নাংগালা ৪০২ ডুবে গেছে এবং সেটি ভেঙ্গে যাওয়ায় এর ৫৩ ক্রুর সবার সলিল সমাধী হয়েছে।
নৌবাহিনী প্রধান ইয়োদো মারগোনো বালিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সাবমেরিনে যদি কোন বিস্ফোরণ ঘটে থাকে, তবে সেটি টুকরো টুকরো হয়ে গেছে। এটি যখন ডুবে ক্রমাগত ৩০০ মিটার থেকে ৪০০ মিটার, সেখান থেকে ৫০০ মিটারে নেমেছে তখন ধাপে ধাপে কেআরআই নাংগালা ৪০২ ভেঙ্গে পুকেরো টুকরো হয়েছে।
বুধবার বালি দ্বীপের উত্তরের সাগরে মহড়া চলাকালে ৪৩ বছরের পুরনো কেআরআই নাংগালা ৪০২ সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। এরপর এর সঙ্গে আর কোন ধরণের যোগাযোগ করা সম্ভব হয়নি। শনিবার সাগরের ৮৫০ মিটার নীচে স্ক্যানের মাধ্যমে এর সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর উদ্ধারকারীরা সাবমেরিনের কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করে। এতে তখন ধারণা করা হয়েছিল সাবমেরিনটি হয়তো ডুবে গেছে।






















