৮৫০ মিটার নীচে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের সন্ধান মিলেছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ৮৫০ মিটার নীচে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের সন্ধান মিলেছে
ঢাকা (২৪ এপ্রিল): ৫৩জন ক্রু নিয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন সামরিক বাহিনী প্রধান। শনিবার সাগরের ৮৫০ মিটার নীচে স্ক্যানের মাধ্যমে এর সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। খবর স্কাই নিউজ।
বুধবার বালি দ্বীপের উত্তরের সাগরে মহড়া চলাকালে ৪৩ বছরের পুরনো কেআরআই নাংগালা ৪০২ নামে সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। এরপর এর সঙ্গে আর কোন ধরণের যোগাযোগ করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা সাবমেরিনের কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করেছে। এতে ধারণা করা হচ্ছে সাবমেরিনটি হয়তো ডুবে গেছে।
সাবমেরিনে ক্রুদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ফুরিয়ে যাওয়ার সময় সীমা শেষ হওয়ার পরপরই এটি শনাক্ত করা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নৌবাহিনীর চিফ অব স্টাফ ইয়োডো মারগনো বলেছেন, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শনিবার ভোর ৩ টার (আন্তর্জাতিক সময় শুক্রবার রাত ৮টা) মধ্যে সাবমেরিনে ক্রুদের বেঁচে থাকার মতো অক্সিজেন ফুরিয়ে যাবে।
সার্বিক অবস্থায় সাবমেরিনে ক্রুদের বেঁচে থাকার কোন আভাস পাওয়া যাচ্ছে না। তবে ক্রুদের পরিবারের সদস্যরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করছেন, উদ্ধারকর্মীদের আন্তরিক চেষ্টার কারণে তারা তাদের প্রিয়জনদের ফিরে পাবেন।






















