করোনার নতুন মিউট্যান্ট থেকে রক্ষা করবে কোভিশিল্ড: সিসিএমবি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ: টাইমস অব ইনডিয়া
ঢাকা (২৩ এপ্রিল): ভারতের উৎপাদিত কোভিশিল্ড করোনাভাইরাসের নতুন মিউট্যান্ট থেকে মানুষকে রক্ষা করবে বলে জানিয়েছে হায়দারাবাদ ভিত্তিক সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি)। খবর টাইমস অব ইনডিয়া।
কোভ্যাক্সিন তথাকথিত ডাবল মিউট্যান্টের বিরুদ্ধে লড়াই করে- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর এমন ঘোষণার একদিন পর বৃহস্পতিবার সিসিএমবির পক্ষ থেকে এ কথা জানানো হলো।
হঠাৎ মহারাষ্ট্রসহ এবং ভারতের অন্যান্য অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার জন্য ‘ডাবল মিউট্যান্ট’ই দায়ী বলে জানা গেছে। বিজ্ঞানীরা পূর্বে আশঙ্কা করেছিলেন যে এই ‘ডাবল মিউট্যান্ট’ বা বি.১.৬১৭ প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে বাঁচতে পারে এবং ভ্যাকসিন করোনভাইরাসের এই স্ট্রেন থেকে সুরক্ষা দিতে পারবে না।
তবে কোভ্যাক্সিনের আইসিএমআর গবেষণায় দেখা গেছে যে এটি নতুন মিউট্যান্ট থেকে সুরক্ষা দিতে সক্ষম।
‘কোভিশিল্ড বি.১.৬১৭ এর বিরুদ্ধে কাজ করে এবং এর মাধ্যমে মানুষ সুরক্ষিত থাকবে। সিটিএমবি পরিচালক রকেশ কুমার মিশ্র বলেছেন, ভিট্রো নিউট্রালাইজেশনে ব্যবহার করে প্রাথমিক ফলাফলে দেখা গেছে কোভিশিল্ড বি.১.৬১৭ বা ডাবল মিউট্যান্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। তিনি অবশ্য তার টুইটে বলেছেন যে এটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ের ফলাফল হলেও বেশ উৎসাহজনক।
বিশেষজ্ঞরা বলছেন, ‘ডাবল মিউট্যান্ট’ হল নামের ভুল প্রয়োগ। কারণ, এই বিশেষ রূপটি দ্বিগুণ বা দুটি মিউটেশন বহন করে না। তবে এটি ১৫ টির মতো মিউটেশন বহন করে। মহারাষ্ট্রে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে এটি পাওয়া গেছে। তবে তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের ৫ শতাংশের কম ক্ষেত্রে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।






















