ইন্দোনেশিয়ায় ৫৩ ক্রু নিয়ে নিখোঁজ সাবমেরিন উদ্ধারে চেষ্টা চলছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ইন্দোনেশিয়ায় ৫৩ ক্রু নিয়ে নিখোঁজ সাবমেরিন উদ্ধারে চেষ্টা চলছে। ছবি: রয়টার্স
ঢাকা (২৩ এপ্রিল): বালি উত্তরের সাগরে ৫৩জন ক্রু নিয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনের খোঁজে উদ্ধারকারী বিমান এবং জাহাজ কাজ শুরু করেছে। ৪৪ বছরের পুরনো সাবমেরিনটিতে অক্সিজেন কমে আসায় সেখানে অবস্থানকারী ক্রুদের জীবন এখন সংকটের মুখে রয়েছে। খবর রয়টার্স।
বুধবার বালি সাগরে টর্পেডো মহড়ার সময় কেআরআই নাংগালা ৪০২ সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে সাবমেরিনের সন্ধানে তৎপরতা শুরু হয়। শুক্রবার ভোরে বালি সাগরের উত্তরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার বাংইয়ুওয়াংগি ঘাঁটি থেকে নৌবাহিনীর আরো উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাবমেরিন উদ্ধারে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানিয়ে প্রেসিডেন্ট জোকো ইউডোডো বলেছেন, ‘এখন ৫৩ ক্রুর নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে জরুরি।’
শুক্রবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেছে উদ্ধারকারী হেলিকপ্টারও। কর্মকর্তারা বলছেন সামেরিনের পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস রয়েছে। তবে সেটা দিয়ে শনিবার পর্যন্ত সবার টিকে থাকা সম্ভব হবে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ ইয়োডো মারগোনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আশা করছি পর্যাপ্ত অক্সিজেন থাকতেই সাবমেরিনটি খুঁজে পেতে সক্ষম হব।
ইন্দোনেশিয়ার আহবানে সাড়া দিয়ে বেশ কয়েকটি দেশ এ উদ্ধার কাজে যোগ দিয়েছে। সেখানে উদ্ধারকাজ চালাতে অস্ট্রেলিয়া, মালয়শিয়া, ভারত, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিশেষ জাহাজ এবং বিমান পাঠিয়েছে।






















