করোনা শনাক্তে ভারতের বিশ্ব রেকর্ড, ৩ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (২২ এপ্রিল): মহামারি করোনাভাইরাসের সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখের অধিক মানুষ নতুন করে এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। বিশ্বে এই প্রথম কোনো দেশে ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হল।
এদিকে, এ সময়ে মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষ। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৮৩৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ডও ভেঙে দিল ভারত।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ হিসেবে শনাক্ত হয়েছিল ২ লাখ ৯৭ হাজার ৪৩০। এদিকে ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ ২ লাখের বেশি শনাক্ত হচ্ছিল। মঙ্গলবার দেশটিতে শনাক্তের সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৪১ এবং একই সময়ে মারা গেছে ২ হাজার ২৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন মানুষ। অর্থাৎ, একদিন আগের তুলনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন মানুষ। দেশটিতে মহামারি করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে— মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং দিল্লি।