যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

রায় ঘোষণার পর ফ্লয়েড যেখানে মারা গিয়েছে সেই কাপ ফুডসের বাইরে জনতার উল্লাস। ছবি: রয়টার্স
ঢাকা (২১ এপ্রিল): যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। স্থানীয় সময় মঙ্গলবার ১২ সদস্যের জুরি প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন। খবর স্কাই নিউজ।
মিনিয়েপোলিশের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন তার বিরুদ্ধে আনা ‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যা, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যা এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন। তবে সাড়ে ১০ ঘণ্টার শুনানি শেষে জুরি ৪৫ বছর বয়সী ডেরেক চৌভিনকে দোষী সাবাস্ত করেছেন।
মিনেসোটার সাজার নির্দেশনা অনুযায়ী ডেরেক চৌভিনের ‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যার জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা করা হতে পারে।
মামলায় রায় ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফাস্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফ্রয়েডের পরিবারকে ফোন করে তাদের প্রতিক্রিয়া জানান।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এখন তেমন কিছুই আর করার নেই। তবে এখন অন্তত ন্যায় বিচার হয়েছে। আমরা সবাই কিছুটা স্বস্তি পেয়েছি।’
পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, দেশের সিস্টেমেটিক বর্ণবাদের বিরুদ্ধে চৌভিনের এ রায় ‘একটি বিশাল পদক্ষেপ’ হিসেবে কাজ করবে।
২০২০ সালের ২৫ মে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে জাল টাকা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় আফ্রিকান বংশোদ্ভূত ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় মাটিতে শুইয়ে তার ঘাড়ে প্রায় ৯ মিনিট চেপে বসেন চৌভিন। ওই সময় বারবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলার পরও ওই পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় থেকে নামেননি। একপর্যায়ে ফ্লয়েডের মৃত্যু হয়।