বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৪১ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৯, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১০, ২১ এপ্রিল ২০২১
সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৪১ হাজার ছাড়াল

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২১ এপ্রিল): সারা বিশ্ব করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতেুর সংখ্যা ৩০ লাখ ৪১ হাজার ৯২৩ জনে পৌছেছে। আর এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৪৮৩ জন। বুধবার জনস হপকিন্স (জেএইচইউ) ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইউএনবি।

ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ৩০ লাখ ৪১ হাজার ৯২৩ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ৯২ হাজার ১১০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৪৬১ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার তিনজনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ২৭ হাজার ৭৮০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ ২৮ হাজার ১১১ জন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়