করোনায় আক্রান্ত মনমোহন সিং
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ঢাকা (১৯ এপ্রিল): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করা হয়েছে।
ভারতের বাংলাভাষী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তিনি অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা করান। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
৮৮ বছর বয়সী মনমোহন সিং-এর বয়সজনিত নানা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ফলে, তাঁবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।