বাইডেনের কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ায় নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

বাইডেনের কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ায় নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত
ঢাকা (১৭ এপ্রিল): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবে রাশিয়াও নিষেধাজ্ঞা আরোপসহ কূটনীতিকদের বহিষ্কার করবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে। খবর এএফপি।
রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি ১০ কূটনীতিককে বহিষ্কারের একদিন পর রাশিয়ার পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হল।
মার্কিন প্রশাসনের এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মস্কো জানিয়েছে, মার্কিন অ্যাটর্নী জেনারেল মেরিক গারল্যান্ড, বাইডেনের প্রধান অভ্যন্তরীন নীতি উপদেষ্টা সুজান রাইস এবং এফবিআই প্রধান ক্রিস্টোফার র্রেকে রাশিয়াতে ঢুকতে দেওয়া হবে না।
কোন দেশ অন্য কোন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে সাধারণত নাম গোপন রাখা হয়। কিন্তু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন যেভাবে পদক্ষেপ নিয়েছে তার পাল্টা জবাব হিসেবেই তারা নিষেধাজ্ঞা দেওয়া কর্মকর্তাদের নাম প্রকাশ করেছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে রাশিয়া থেকে ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে। একই ভাবে ওয়ারসোর একই পদক্ষেপের কারণে পোল্যান্ডের পাঁচ কূটনীতিককেও রাশিয়া বহিষ্কার করছে।
ল্যাভরভ আরো জানান, প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইয়ুরি উশাকভ পরামর্শ দিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়াতে দায়িত্বপালনকারী মার্কিন দূত জন সুলিভানকে ওয়াশিংটন পাঠিয়ে দেয়া উচিত।
সুলিভান বলেছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিনি একটি বার্তা দেখার পর বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছেন।
এক বিবৃতিতে সুলিভান বলেন, ‘রাশিয়াতে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য আনুষ্ঠানিক ভাবে রাশিয়ান সরকারের কাছ থেকে আমরা এখনো পাইনি।’
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপাটমেন্ট রাশিয়ার এ পাল্টা জবাবকে ‘বাড়াবাড়ি এবং দুঃখজনক’ বলে উল্লেখ করেছে।
ওয়াশিংটনে এক মুখপাত্র বলেন, ‘পরিস্থিতিকে আরো অবনতির দিকে ঠেলে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার এ ধরণের পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে।’