মায়ানমারে ২৩ হাজার বন্দির মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

বিক্ষোভকারীদের প্রতিহত করতে প্রস্তুত মায়ানমারের নিরাপত্তা বাহিনী। ছবি: এপি
ঢাকা (১৭ এপ্রিল): মায়ানমারের জান্তার সরকার ২৩ হাজারের বেশি বন্দিকে ক্ষমা ঘোষণা করে তাদেরকে মুক্তি দিয়েছে। তবে নতুন বছরের ছুটি উপলক্ষ্যে শনিবার মুক্তি দেওয়া এসব বন্দির মধ্যে সামরিক অভ্যুত্থানের পর আটক বন্দিরা রয়েছেন কি না সেটা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। খবর এপি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভিতে এসব বন্দির মুক্তির কথা জানানো হয়েছে। এক ঘোষণায় এমআরটিভি জানিয়েছে, সামরিক নেতা সিনিয়র জেনারেল মি অং হ্লাইং ২৩ হাজার ৪৭জন বন্দিকে মুক্তি দিয়েছেন। এদের মধ্যে ১৩৭ জন বিদেশিও রয়েছেন। মুক্তির পর বিদেশিদের মায়ানমার থেকে বের করে দেওয়া হবে। একই সঙ্গে সেনাপ্রধান অন্য বন্দিদের সাজার মেয়াদও কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।
এর আগে বিশেষ বিশেষ ছুটির দিনে মায়ানমারে বন্দিদের মুক্তি দেওয়া হতো। সেনা অভ্যুত্থানের পর এবার দ্বিতীয় বারের মতো জান্তা সরকার বন্দিদের মুক্তি দিল।
মায়ামারের হতাহত এবং গ্রেপ্তার নাগরিকদের সংখ্যা পর্যবেক্ষণকারী অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, ক্ষমতা দখলের পর জান্তা সরকার এ পর্যন্ত কমপক্ষে ৭২৫ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর সুচি সহ আটক করেছে ২ হাজার ৭২৮জনকে।
১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে উপলক্ষ্যে ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে সামাজিক মাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত এসব বন্দিদের স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য অগ্নিসংযোগ এবং ভাংচুর করাতে নিয়োগ করেছে।