বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মায়ানামারে জাতীয় ঐক্যের সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৫, ১৬ এপ্রিল ২০২১  
মায়ানামারে জাতীয় ঐক্যের সরকার গঠন

মায়ামারের রাজপথে জান্তা বিরোধী মোটর র‌্যালী। ছবি: এএফপি

ঢাকা (১৬ এপ্রিল): মায়ানামারে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছে জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। এ সরকারে ক্ষমতাচ্যুত পার্লামেন্ট সদস্য, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের নেতা ও জাতিগত সংখ্যালঘুদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

শুক্রবার এ সরকার গঠনের পর তারা জানিয়েছে সামরিক শাসনের মূলোৎপাটন করারই হচ্ছে তাদের এ সরকার গঠনের মূল উদ্দেশ্য। খবর রয়টার্স।

জাতীয় ঐক্যের সরকারের ঘোষণা দিয়ে প্রবীন গণতান্ত্রিক কর্মী মিন কো নাইং ১০ মিনিটের এক ভিডিও বার্তায় বলেছেন, ‘অনুগ্রহ করে জনগণের সরকারকে স্বাগত জানান।’

এ সরকারের বিভিন্ন পদ নির্ধারণের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের আকঙ্খা ছিল জাতীয় ঐক্যের সরকারের। প্রাথমিকভাবে এই সরকারের কয়েকটি পদ নির্ধারিত হয়েছে।

সামরিক শাসনের মূলোৎপাটনে তারা কাজ করছেন জানিয়ে মিন কো বলেন, ‘আমরা এর মূলোৎপাটনের চেষ্টা করছি। তাই আমাদের আরো অনেক আত্মত্যাগ করতে হবে।’

তিনি জানান, এই ঐক্যের সরকারের অন্যতম উদ্দেশ্য হবে আন্তর্জাতিক সমর্থণ ও স্বীকৃতি আদায়।

এ ব্যাপারে জান্তা সরকারের মুখপাত্রের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় ঐক্যের সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. সাসা রয়টার্সকে এক সাক্ষাতকারে বলেন, ‘এ সরকারের উদ্দেশ্য হচ্ছে সহিংসতা বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি ফেডারেল ডেমক্র্যেটিক ইউনিয়ন গঠন করা।’ তিনি বলেন, ‘আমাদের জনগণের জন্য নতুন দিন এসেছে, মিয়ানমারের জন্য নতুন যুগের সূচনা হয়েছে।’

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়