যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

আহতদের অবস্থা জানতে স্বজনদের প্রতীক্ষা। ছবি: সিএনএন
ঢাকা (১৬ এপ্রিল): যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস সিটিতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বিবিসি।
নিহত আটজনের মধ্যে হামলাকারী বন্দুকধারীও আছেন। তিনি নিজের গুলিতেই মারা গেছেন বলে রিপোর্টে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন এ ঘটনায় জনসাধারণের জন্য আর কোন ঝুকি নেই। এ ঘটনার কারণ বা লক্ষ্য সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
বিবিসি জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস সিটিতে কার্গো পরিবহনকারী ফেডএক্স কার্যালয়ে স্থানীয়রা বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অটোমেটিক অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে তিনি গুলিবর্ষণ করতে দেখেছেন।
পুলিশের মুখপাত্র জিনে কুক বলেন, ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার কারণে পার্শ্ববর্তী বিমানবন্দরে কোন ফ্লাইটে ব্যাঘাত ঘটেনি।