মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

এবার করোনা ভ্যাকসিন আমদানি করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ এপ্রিল ২০২১  
এবার করোনা ভ্যাকসিন আমদানি করবে ভারত

ভ্যাকসিন সংকটের খবরে মুম্বইয়ের একটি ভ্যাকসিন সেন্টারের বাইরে ভীড় করে লোকজন। ছবি: রয়টার্স

ঢাকা (১৬ এপ্রিল): বিশ্বের বিভিন্ন দেশে উপহারসহ লাখ লাখ ডোজ কোভিড ১৯ এর ভ্যাকসিন রপ্তানির পর ভারত এখন ভ্যাকসিন সংকটের সম্মুখীন হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকার এখন বাইরে থেকে করোনা ভ্যাকসিন আমদানি করার পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।

ভারতে বৃহস্পতিবার প্রথম বারের মতো দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় ভারত নিজেদের উৎপাদিত ভ্যাকসিন দিয়ে জনগণকে করোনা মুক্ত রাখার চেষ্টা করছে।   

লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করায় ভারতে করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার হাসপাতালে করোনা রোগী রাখার আর জায়গা নেই। এর আগে ফাইজারের মতো বিদেশী কোম্পানিকে ভ্যাকসিনের ব্যাপারে অনীহা দেখালেও এখন ভারত প্রথম বারের মতো দেশের বাইরে থেকে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে।

দেশের ১২৫ মিলিয়ন মানুষের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ভারত এ মাসেরই রাশিয়া থেকে স্পুটনিক ৫ ভ্যাকসিন আমদানি শুরু করবে।

ভারতের এ টিকা আমদানির সিদ্ধান্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেবল ভারতের অগ্রযাত্রাকেই ব্যবহত করবে না। আফ্রিকাসহ বিশ্বের প্রায় ৬০টির বেশি দেশে টিকা কার্যক্রমও ব্যবহত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গাভি ভ্যাকসিন জোট সমর্থিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে সারাবিশ্বে ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা করা হয়েছিল। আর এ ভ্যাকসিন সরবরাহের জন্য এশিয়ার ওষুধ শিল্পের পাওয়ার হাউস খ্যাত ভারতের ওপরই অনেকাংশে নির্ভর করা হয়েছিল।

কিন্তু এ মাসে এখন পর্যন্ত ভারত প্রায় ১২ লাখ ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারত ৬ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন বিভিন্ন দেশে রপ্তানি করেছে।  

ভারতের ভ্যাকসিন কৌশল সম্পর্কে বিস্তারিত অবগত এমন এক কর্মকর্তা জানিয়েছেন, দেশে এখন ‘জরুরি পরিস্থিতি’ বিরাজ করছে বলে যে ভ্যাকসিন এখনো রয়েছে সেগুলো এখানেই ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘বিদেশে রপ্তানির মতো কোন ভ্যাকসিন এখন তৈরী নেই।’

বিদেশের সঙ্গে ভ্যাকসিনের চুক্তির বিষয়ে দেখাশোনার দায়িত্বে থাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গেল সপ্তাহে জানিয়েছিল, ভারতের অভ্যন্তরীন চাহিদার ওপরও ভ্যাকসিন বিদেশে রপ্তানি করার বিষয়টি নির্ভর করবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়