মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইরাকে গাড়িবোমা হামলায় চারজন নিহত, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৩, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:০৫, ১৬ এপ্রিল ২০২১
ইরাকে গাড়িবোমা হামলায় চারজন নিহত, আহত ২০

ছবি: সংগৃহীত

ঢাকা (১৬ এপ্রিল): ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। 

বৃহস্পতিবার বাগদাদের সাদর শহরতলীতে একটি পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্স জানিয়েছে, ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এ সময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে, সাদর শহরতলীর মেডিকেলকর্মীরা জানিয়েছেন, এ হামলায় চারজন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর কালোধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এদিকে, বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এ পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়