মায়ানামারে সমাবেশে নেতৃত্বদানকারী নেতা গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

মায়ানমারে গুলিতে নিহতদের স্মরণে বিক্ষোভকারীরা পাখি অবমুক্ত করে। ছবি: এপি
ঢাকা (১৫ এপ্রিল): জান্তা বিরোধী বিক্ষোভ সমাবেশে নেতৃত্বদানকারী এক নেতাকে মায়ানামারের নিরাপত্তাবাহিনী গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ওই এক নেতা একটি মোটরবাইক র্যালির নেতৃত্বে দেওয়ার সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে তার সহকর্মী ও বন্ধুদের উদ্বৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
মায়ানমারে বিক্ষোভ আয়োজনকারীদের একটি সংগঠনের সদস্য উইন জাও খিয়াং ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভাই ওয়াই মোয়ে নাইয়িংকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে পুলিশের গাড়ি তার মোটর সাইকলকে ধাক্কা দিয়েছে।’
২৫ বছরের মুসলিম ধর্মাবলম্বী ওয়াই মোয়ে নাইয়িং জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর মায়ানমারে অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিত্ব বলে আর্বিভুত হয়েছেন।
রয়টার্স টেলিফোনে ওয়াই মোয়ে নাইয়িংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেনি। তবে র্যালি শুরুর আগে রয়টার্স ওয়াই মোয়ে নাইয়িংয়ের সঙ্গে কথা বলেছিল।
এ ব্যাপারে বক্তব্য জানতে জান্তা প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোন জবাব দেওয়া হয়নি।
ওয়াই মোয়ে নাইয়িংয়ের সহযোগিরা এখন তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আরেক নেতা তায়জার সান ফেসবুকে লিখেছেন, ‘ওয়াই মোয়ে নাইয়িং, ন্যায়নীতি এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য আমরা শক্তি দ্বিগুন করে আমাদের লড়াই চালিয়ে যাব।’
এর আগে হাসপাতালকর্মীদের উদ্যোগে আয়োজিত একটি সমাবেশ সেনারা এলোপাথারি গুলি করে ভণ্ডুল করে দিয়েছে। এছাড়া গণমাধ্যমে রিপোর্টে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।