আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা: ১ মে সেনা প্রত্যাহার শুরু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ঢাকা (১৫ এপ্রিল): আফগানিস্তানের চিরস্থায়ী যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি সেখান থেকে সব সেনা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন। ১ মে থেকেই এ সেনা প্রত্যাহার শুরু হবে। খবর এএফপি, রয়টার্স।
প্রেসিডেন্ট বাইডেন বুধবার এক ঘোষণায় বলেন, আফগানিস্তানে চিরস্থায়ী যুদ্ধ এখন শেষ করার সময় এসেছে। সেই সঙ্গে সেখান থেকে নিঃশর্ত ভাবে সেনাও প্রত্যাহার করা হবে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে ‘চিরস্থায়ী যুদ্ধ’ খ্যাত অভিযান শুরু করে। ২০ বছর পর দেখা যাচ্ছে সেখানে প্রায় দুই হাজার ৪০০ মার্কিন সেনা এবং হাজার হাজার আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। এ প্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন আফগাানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় সীমা বেধে দিয়েছেন আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আর এ সেনা প্রত্যাহার শুরু হবে ১ মে থেকেই।
টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ৯/১১ হামলার পেছনে থাকা জিহাদিদের দমন করার লক্ষ্যে নিয়ে শুরু করা লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অর্জন খুব সীমিত। বছরের পর বছর ধরে সেখানে সেনাদের অবস্থান করার যৌক্তিকতা আসলে নেই। বাইডেন জোর দিয়ে বলেন, তাড়াহুড়ো করে সেনাদের প্রত্যাহার করা হচ্ছে না। তবে তিনি এ সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
বাইডেন বলেন, ‘২০ বছর আগে এক ভয়াবহ হামলা.. .. .. ২০২১ সালেও কেন আমরা সেখানে থাকবো সেটা বুঝতে পারি না।’ তিনি বলেন, ‘চিরস্থায়ী যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে।’
আফগান সংকট এখন অচলাবস্থায় উপনীত হয়েছে। আন্তর্জাতিক ভাবে সমর্থিত কাবুল সরকার এখন দেশের অংশ বিশেষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে তালেবানরা দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। অনেকেই আশংকা করছেন মার্কিন বাহিনীর ছাতা সরে গেলেই তালেবানরা আবার দেশের ক্ষমতা গ্রহন করবে।
এ অবস্থায় দেশের জনগণের উদ্দেশ্যে বাইডেন বলেন, এখন বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘সেনা প্রত্যাহারের জন্য একটি আদর্শ পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য আমরা সেখানে নিজেদের অবস্থানের সময় এভাবে বাড়িয়ে যেতে পারি না।’
বাইডেন বলেন, ‘আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান শুরুর পর আমি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। এ সময়ে দুজন রিপাবলিকান এবং দুজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট দায়িত্বে ছিলেন। আমি পঞ্চম প্রেসিডেন্টের কাছে এ দায়িত্ব দিয়ে যাব না।’
প্রেসিডেন্ট বাইডেনের এ সিদ্ধান্তে দেশের জনগণ অবাক হননি। ভোটেরদের মধ্যে আফগান যুদ্ধ মোটের প্রিয় বিষয় নয়। আর বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পও মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার বুধবার প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে বলেছেন, আমি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে কেউ কেউ আবার এর সমালোচনাও করছেন। তারা বলেছেন, আফগান সরকারকে এভাবে পরিত্যাগ করে যুক্তরাষ্ট্র জিহাদিদের সহিংসতাকে উদ্বুদ্ধ করছে।