মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৮, ১৪ এপ্রিল ২০২১  
২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা

ঢাকা (১৪ এপ্রিল): ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ দেড় লক্ষ ছাড়িয়ে গেছে। বুধবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। এই সংখ্যা একদিনে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ। এর ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। খবর আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইনডিয়া।

ভারতে রবিবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সোমবার এ সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার। মঙ্গলবার তা কমে এসেছিল ১ লক্ষ ৬১ হাজারে।

কোভিডের দ্বিতীয় ঢেউ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। গত অক্টোবরের শুরু দিকে ভারতে দৈনিক মৃত্যু ১ হাজারের আশপাশে ছিল। এরপর তা কমতে কমতে ১০০-র নীচেও নেমেছিল। গত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে মৃত্যু বেড়ে আবার ১ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে ভারতে করোনাভাইরাস মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জনের। মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। দৈনিক মৃত্যু আচমকা বেড়েছে ছত্তিসগড়েও। সেখানকার সরকারি হাসপাতালের একটি ভিডিওতে দেখা গেছে মর্গে জায়গা না থাকায় কোভিড রোগীদের দেহ মাটিতে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে। দিল্লিতেও বুধবার দৈনিক মৃত্যু ৮১। কর্নাটক, মধ্যপ্রদেশ, গুজরাতেও রোজ উল্লেখযোগ্য সংখ্যায় মৃত্যু হচ্ছে।

লাগামছাড়া সংক্রমণের জেরে ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় সেখানে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষেরও বেশি। এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪ জন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে হাসপাতাল, নার্সিংহোমগুলির উপর চাপ বাড়ছে। এ ভাবে রোজ রোগী বাড়তে থাকলে কী ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া যাবে তা নিয়েও চিন্তিত প্রশাস। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কোভিড রোগীদের জন্য শয্যা বাড়ানো হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়