মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মহারাষ্ট্রে ১৫ দিনের কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৭, ১৪ এপ্রিল ২০২১  
মহারাষ্ট্রে ১৫ দিনের কারফিউ জারি

ভারতের মহারাষ্ট্রে জনমানব শূণ্য রাস্তাঘাট। ছবি: জি নিউজ

ঢাকা (১৪ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এবার ১৫ দিনের কার্ফু জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য প্রশাসন। বুধবার রাত ৮ টা থেকে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। খবর জি নিউজ।

ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলেও কোনও রাজ্য লকডাউনের দিকে যেতে চাইছে না। কারণ, এতে বহু মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। পাশাপাশি মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। তাই লকডাউন না করে করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, আগামী ১৫ দিন অত্যাবশকীয় পণ্য ছাড়া আর সবকিছুর পরিষেবা বন্ধ থাকবে।

মূখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, গত বছরের থেকে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। হাসাপাতালে বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। তাই আর সময় নেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন বড় সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তবে কারফিউ থাকলেও মিলবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী।  সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান।

মূখ্যমন্ত্রী জানান, রাজ্যে শুধু জরুরি প্রয়োজনে যান চলাচল স্বাভাবিক থাকবে। রাজ্যের সব দরিদ্র মানুষের পরিবারে সরকার নিজ উদ্যোগে ৩ কেজি গম ও ২ কেজি চাল পৌঁছে দেবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়