মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১০, ১৪ এপ্রিল ২০২১  
সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ এপ্রিল): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছেন। বুধবার হোয়াইট ডেসিডেন্ট এ ঘোষণা দিতে পারেন বলে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্স।

এদিকে মার্কিন কংগ্রেসে পাঠানো একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, যৌথ বাহিনী প্রত্যাহার করা হলে আফগান সরকারকে ক্ষমতা ধরে রাখতে তালেবানদের সঙ্গে লড়াই অব্যাহত রাখতে হবে। এতে আরো বলা হয়েছে যুদ্ধ ক্ষেত্রে কাবুল সরকারকে পিছু হটতে হবে। আর নিজেদের লড়াইয়ে বিজয়ের ব্যাপারে তালেবান বেশ আত্মবিশ্বাসী।

রিপোর্টে বলা হয়েছে ১ মের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ডেটলাইন ডেমক্র্যেটিক প্রেসিডেন্ট মেনে চলতে পারেননি। তার পূর্বসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এ সময় নির্ধারণ করে গিয়েছিলেন। তিনি ক্ষমতা ছাড়ার আগেই সব মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

বাইডেনের এ সিদ্ধান্তের ফলে মে মাসের পর আফগানিন্তানে মার্কিন সেনার সংখ্যা এসে দাড়াবে ২ হাজার ৫০০ জনে। কিন্তু ১১ সেপ্টেম্বরের পর সেখানে আর কোন মার্কিন সেনা থাকবে না। ২০১১ সালে আফগানিস্তানে অবস্থানকারী মোট মার্কিন সেনার সংখ্যা ছিল এক লাখ।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কমকর্তা বলেছেন, আফগানিস্তান সংকটের কোন সামরিক সমাধান নেই। আমরা শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর এখন গুরুত্ব দেব।

তবে আফগানিস্তান নিয়ে ২৪ এপ্রিল জাতিসংঘ এবং কাতারের অংশ গ্রহনে ইস্তাম্বুলে শুরু হওয়া ১০ দিনের সম্মেলনে কি প্রভাব পড়বে সেটা এখনো স্পষ্ট নয়। ২০০১ সালে মার্কিন বাহিনীর কারণে ক্ষমতাচ্যুত তালেবান বলেছে দেশ থেকে সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত আফগানিস্তান নিয়ে কোন সম্মেলনে তারা যোগ দেবে না।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়