রয়টার্সে প্রথম নারী সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: আলেসান্দ্রা গ্যালোনি
ঢাকা (১৩ এপ্রিল): আলেসান্দ্রা গ্যালোনিকে প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে রয়টার্স। ১৭০ বছরের ইতিহাসে গ্যালোনিই হবেন রয়টার্সর প্রথম নারী প্রধান সম্পাদক।
৪৭ বছর বয়সী গ্যালোনি এক দশক ধরে সংবাদকক্ষের দায়িত্বে থাকা স্টিফেন জে অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। অ্যাডলার এ মাসেই অবসরে যাচ্ছেন। তবে রয়টার্স জানিয়েছে, ১৯ এপ্রিল গ্যালোনির নিয়োগ কার্যকর হবে।
চারটি ভাষায় দক্ষ গ্যালোনি এর আগে রয়টার্সে রাজনীতি এবং ব্যবসা নিয়ে কাজ করেছেন। তিনি এক সময় ওয়াল স্ট্রিট জার্নালেও কাজ করেছেন।