পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১৩ এপ্রিল): পেরুর হুয়ারেজ শহরের কাছে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার সকালে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।
পেরুর এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল সূত্রে এএফপি জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। রোববার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।
উল্লেখ্য, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে এ দেশে বেশির ভাগ দুর্ঘটনা ঘটতে দেখা যায়।