মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সুচির বিরুদ্ধে আরো নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:১৪, ১৩ এপ্রিল ২০২১  
সুচির বিরুদ্ধে আরো নতুন অভিযোগ

অং সান সুচি (ফাইল ছবি)

ঢাকা (১২ এপ্রিল): মায়ানমারের গৃহবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন আরো অভিযোগ আনা হয়েছে। সোমবার সুচির আইনজীবি এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি।

আইনজীবি মিং মিং শোয়ে এএফপিকে জানান, তার (সু চি) বিরুদ্ধে সব মিলিয়ে ছয়টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে মধ্যে নেপিডতে পাঁচটি এবং ইয়াংঙ্গুনে একটি অভিযোগ রয়েছে। নতুন অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা আইনে অধীনে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সু চি সোমবার আদালতে আইনজীবির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন বলে মিং মিং শোয়ে জানান। সেনা অভ্যুত্থানের পর থেকেই আটক সুচি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতের শুনানিতে উপস্থিত হন।

আইনজীবি আরো জানান, ভিডিওতে সু চিকে দেখে ভাল আছেন বলে মনে হয়েছে। তবে গেল দুই মাসে দেশে কী হয়েছে সে সম্পর্কে তিনি জানেন কিনা সেটা স্পষ্ট নয়।

সুচির বিরুদ্ধে সরকারি গোপনীয় আইন ভঙ্গের অভিযোগসহ কোভিড ১৯ এর নিয়ম ভঙ্গ, অবৈধ ওয়াকি টকি রাখা এবং সামরিক কাউন্সিলকে ষুস দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অবশ্য এসব অভিযোগই জান্তা সরকারের বানানো বলে সু চির আইনজীবি উল্লেখ করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়