সৌদি আরবে তারাবির নামাজ হবে ৩০ মিনিট
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সৌদি গেজেট
ঢাকা (১২ এপ্রিল): সৌদি আরবের সব মসজিদে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ ৩০ মিনিটে শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার সৌদি গেজেট এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং দেশের সব অঞ্চলের মসজিদের ইমামের উদ্দেশ্যে জারি করা এক সার্কুলারে ধর্মমন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল শেখ বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের বিস্তার রোধ করতেই বিভিন্ন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সব মসজিদে মুসল্লিদের অবস্থানের সময় কমিয়ে আনতে এশার নামাযের সঙ্গে তারাবির নামাজ মিলিয়ে ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। মসজিদে বেশী সময় অবস্থান করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংঙ্কা বেড়ে যায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে। কম সময়ে সেখানে মুসল্লিদের অবস্থান করা সংক্রমণের আশংঙ্কা কমাতে সহায়তা করবে।
নামাজের আগে প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্ককতা যেমন, নিজের জায়নামাজ নিয়ে আসা, মাস্ক ব্যবহার এবং শাররীক দূরত্ব যথাযথ ভাবে মেনে চলার জন্যও ধর্মমন্ত্রণালয় সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।