পশ্চিমবঙ্গে করোনায় দৈনিক সংক্রমণের রেকর্ড ভঙ্গ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (১২ এপ্রিল): ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড ভঙ্গ করেছে। গেল ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। করোনা সংক্রমণ শুরুর পর একদিনে এত বেশি এর আগে আক্রান্ত হননি। এর সঙ্গে কলকাতার পুরনো রেকর্ডও ভেঙে গেছে। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। এর আগে কলকাতায় সংক্রমণ হাজার ছাড়ায়নি। খবর আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ঠেকাতে এখন প্রশাসন কঠোর অবস্থান গ্রহন করছে। পশ্চিমবঙ্গে নির্বাচন চলমান থাকলেও করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে।
স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিনে দেখা গেছে, গেল ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ জনের। এরমধ্যে ৪ হাজার ৩৯৮ জনের করোনা ধরা পড়েছে। অর্থাৎ ১০ শতাংশের উপরেই রয়েছে করোনা সংক্রমণের হার। উল্লেখ্য, শনিবারও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের উপরে।
বুলেটিনে আরো দেখা গেছে, সংক্রমণের হারে কলকাতা রয়েছে সর্বোচ্চ স্থানে। শহরে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে ১ হাজার ১০৯-এ পৌঁছে গেছে। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ ১ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ২৮৮ জন। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টার নতুন করে ২৯৩ ও ২১০ জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এদের মধ্যে ৫ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ৩ জন কলকাতার। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ১ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ বাড়লেও সমান তালে চলছে টিকাদান কর্মসূচি। ২৪ ঘণ্টার পশ্চিমবঙ্গে ২ লক্ষ ১৭ হাজার ১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এর ফলে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ লক্ষ ৯১ হাজার ৬৫০-এ।