মায়ানমারে ১০ পুলিশ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১০ এপ্রিল): মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। শনিবার দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহীরা পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
মায়ানমারের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ করে আসছেন। এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন।
বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছে মায়ানমারের তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, মায়ানমার ন্যাশনালিটিজ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আমি এবং আরাকান আর্মিসহ আরো বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।
সশস্ত্র তিন গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার ভোরে শান প্রদেশের নংমোন পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলঅ হয়েছে, বিদ্রোহীদের এই হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। এ হামলার বিষয়ে অবশ্য জান্তা সরকার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
এদিকে শুক্রবার সেনা সমর্থিত টেলিভিশন চ্যানেল মায়াবতি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনা নিহতের জেরে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকার।
সামরিক বাহিনী ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এই প্রথম সেখানে সেনাশাসন বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলো।
২৭ মার্চ ইয়াঙ্গুনের উত্তর ওক্কালাপ্পা জেলায় সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর আগে সেখানে সামরিক শাসন জারি করা হয়েছিল।