ভারতে ১ লাখ ৪৫ হাজার আক্রান্ত, ৭৯৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (১০ এপ্রিল): ফের ভেঙেছে ভারতে একদিনে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এদিকে এ সময়ে মারা গেছেন ৭৯৪ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ।
ভারতে টানা চারদিন ভারতে ২৪ ঘণ্টায় এক লাখের উপর করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হল।
প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। এ সময় প্রাণ হারিয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।