রাতভর অভিযান, মায়ানমারে ৬০জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১০ এপ্রিল): শুক্রবার রাতভর অভিযান চালিয়েছে মায়ানমারের নিরাপত্তা বাহিনী। ক্ষমতাসীন জান্তা সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বিচার গুলিতে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।
প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনগুলো থেকে জানা যায়, মায়ানমারের বাগো শহরে এ অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে, নিহত সকলের মরদেহ সংগ্রহ না-পারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বেশিরভাগ মরদেহই নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে। এ সময় বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড ও মর্টারের ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানান, সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি মর্টার শেলও আমরা পেয়েছি। মেশিরগান থেকে প্রচুর গুলি করা হয়েছে।
অপর প্রত্যক্ষদর্শী দাবি করে, সেনারা রাস্তা ফাঁকা করতে সাধারণ পথচারীদেরও গুলি করেছে।
এদিকে আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা রাত ৮টা পর্যন্ত মাত্র তিনটি মৃতদেহ সংগ্রহ করতে পেরেছেন। সেনারা বাকিগুলো নিয়ে জেয়ামুনি প্যাগোডা ও এর কাছাকাছি একটি স্কুলে জড়ো করেছে।