মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

১২০ সেলিব্রেটির বিরুদ্ধে জান্তার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৪, ৮ এপ্রিল ২০২১  
১২০ সেলিব্রেটির বিরুদ্ধে জান্তার অভিযান

ভিক্ষুর পোশাকে ফেব্রুয়ারিতে জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন মডেল, গায়ক ও অভিনেতা পাইং তাখন। ছবি: এএফপি

ঢাকা (০৮ এপ্রিল): মায়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে সমর্থন দেয়ার অপরাধে ১২০ সেলিব্রেটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেখানকার নিরাপত্তাবাহিনী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জনপ্রিয় মডেল, গায়ক এবং অভিনেতা পাইং তাখনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি।

মায়ানমার এবং প্রতিবেশি থাইল্যান্ডে বিপুল জনপ্রিয় ২৪ বছরের পাইং তাখন অভ্যুত্থানের পর থেকেই ব্যক্তিগত ভাবে জান্তা বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন।  

পাইং তাখনের বোন থি থি লউইন ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেছেন, ‘আটটা সামরিক যানে ৫০ জনের মতো সেনাসদস্য বুহস্পতিবার ভোরে ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলের ডাগন এলাকায় তাদের মায়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’

তিনি আরো লিখেছেন, ‘পাইং তাখন খুব অসুস্থ। সেনারা কোন ধস্তাধস্তি ছাড়াই শান্তশিষ্টভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা কেউ জানি না।’

ফেসবুক এবং ইনস্টাগ্রামে পাইং তাখনের ১০ লাখের বেশি অনুসারি রয়েছেন। সম্প্রতি এসব সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছিলে যে, তার শরীর ভাল যাচ্ছে না। বুধবারও তিনি লিখেছেন, ‘বেশ অনেকদিন ধরেই আমি অসুস্থ। আমি এখন প্রার্থনা করে সময় কাটাচ্ছি। আমি সুস্থ্য হওয়ার জন্য বৌদ্ধের কাছে প্রার্থনা করেছি। মায়ানমারে দ্রুত শান্তি ফিরিয়ে দেওয়ার জন্যও আমি বৌদ্ধের কাছে প্রার্থনা করেছি।’

ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘মানবতাবিরোধী অপরাধ বন্ধে আমাদের সহযোগিতা করুন।’

সামাজিক মাধ্যম থেকে তার পেজগুলো মুছে ফেলা হয়েছে। সেগুলো তিনি নিজে করেছেন কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়। থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় পাইং তাখন বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপন এবং অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মায়ানমার কর্তৃপক্ষ ১২০ জন সেলিব্রেটির তালিকা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদের মধ্যে সঙ্গীত শিল্পী লিং লিং এবং চিট থু ওয়াই, অভিনেতা ফাওয়ে ফাওয়ে, এইন্ড্রা কিয়াউ জিন এবং পয়া তি ও এবং মডেল মে মেয়াত নোয়ের মতো তারকাও রয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়