করোনায় ভারতের নতুন রেকর্ড, সোয়া লাখ শনাক্ত
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়েছে
ঢাকা (০৮ এপ্রিল): একদিনে করোনাভাইরাসে আক্রান্তে ভারত ফের রেকর্ড ভেঙেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। এবং এ সময়ে মারা গেছেন ৬৮৫ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক কোটি ২৯ লাখ মানুষ। মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।