মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রিটেনে দূতাবাস ‘দখল’ করেছে সামরিক অ্যাটাচে: মায়ানমারের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৫, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫০, ৮ এপ্রিল ২০২১
ব্রিটেনে দূতাবাস ‘দখল’ করেছে সামরিক অ্যাটাচে: মায়ানমারের রাষ্ট্রদূত

লন্ডনে মায়ানমার দূতাবাসের বাইরে পুলিশের সঙ্গে কথা বলছেন রাষ্ট্রদূত কিয়াও জার মিন। ছবি: এপি

ঢাকা (০৮ এপ্রিল): ব্রিটেনে মায়ানমারের রাষ্ট্রদূত বলেছেন ইয়াঙ্গুনের নির্দেশে সামরিক কর্মকর্তারা বুধবার দূতাবাস দখল করে নিয়েছে এবং তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। খবর এএফপি।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে মুক্তি দিতে রাষ্ট্রদূত কিয়াও জার মিন আহবান জানানোর এক মাস পর ইয়াঙ্গুন থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।

দূতাবাস দখলের খবর জানার পরপরই লন্ডনের মেফেয়ার এলাকায় ওই ভবনের বাইরে রাষ্ট্রদূত কিয়াও জার মিনের পাশে বিক্ষোভকারীরা জড়ো হয়। দূতাবাসের ভেতরে কারা আছেন জানতে চাইলে রাষ্ট্রদূত জানান, ‘ডিফেন্স অ্যাটাচে। তারা আমার দূতাবাস দখল করেছে।’

রাষ্ট্রদূত বার্তা সংস্থা এএফপিকে জানান, সারারাত তিনি দূতাবাসের বাইরেই থাকবেন।

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে মুক্তির আহবান জানানোর পর জান্তা সরকার গত মাসে রাষ্ট্রদূতকে তলব করেছিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইটে জানিয়েছেন, রাষ্ট্রদূত কিয়াও জার মিন এক বিবৃতিতে বলেছেন বর্তমান পরিস্থিতির একমাত্র জবাব হবে কূটনীতি। কূটনীতির মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।

মায়ানমারের জান্তা সরকারের কঠোর সমালোচক ব্রিটেনের পররাষ্ট্র দফতর বলেছে, লন্ডনের মায়ানমার দূতাবাসের ঘটনার পর তারা এখন আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশও জানিয়েছে তারা পরিস্থিতি সম্পর্কে অবগত আছে।  

রাষ্ট্রদূত কিয়াও জার মিন ডেইলি টেলিগ্রাফকে বলেন, ‘আমি দূতাবাস থেকে বের হওয়ার আগে তারা সেখানে তল্লাসি চালিয়েছে এবং দূতাবাস ভবন দখল করে নিয়েছে।’

এ পরিস্থিতিতে ব্রিটেন সরকারের হস্তক্ষেপ কামনা করে রাষ্ট্রদূত বলেন, ‘তারা জানিয়েছে রাজধানী (মায়ানমারের রাজধানী) থেকে নির্দেশনা পেয়েই তারা কাজ করছে। তাই তারা আমাকে দূতাবাসে ঢুকতে দেবে না।’

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়