ইথিওপিয়ায় সংঘর্ষ, নিহত ১০০
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ইথিওপিয়ায় পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে ১০০ জন নিহত
ঢাকা (০৮ এপ্রিল): ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত ৫ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইউএস নিউজ-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে এ সংঘর্ষ চলে।
আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদের বরাত দিয়ে ইউএস নিউজ জানায়, গত শুক্রবারে এ সংঘর্ষে শুরু হয়। এ ঘটনায় পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।