মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৫, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০৫, ৭ এপ্রিল ২০২১
ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

ব্রাজিলের সবচেয়ে বড় কবরস্থানে করোনায় মৃত্যুবরণকারীদের করব দেওয়া হচ্ছে। ছবি: এপি

ঢাকা (০৭ এপ্রিল): ব্রাজিলে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডাক্তাররা এ মৃত্যুর সংখ্যাকে জাপানের ফুকুশিমায় পারমানবিক হামলায় মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। খবর স্কাই নিউজ, এপি।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের হাসপাতালগুলোতে করোনা সংক্রমন ভয়াবহ আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা বলছেন এ অবস্থা অব্যাহত থাকলে ব্রাজিল মৃতের দিক থেকে অচিরেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে নতুন করে করোনায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৯৭৯ জন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক ক্ষতিগ্রস্ত এ দেশে একদিনে মৃত্যুর দিক থেকে এ সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে ব্রাজিলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩৭ হাজারে দাঁড়ালো। এদিক থেকে এখন কেবল যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার।

যুক্তরাষ্ট্র করোনা প্রতিরোধে ভ্যাকসিনসহ নানা মুখি ব্যবস্থা নিলেও ব্রাজিল লকডাউন বা অন্য কোন ধরণের বিধিনিষেধই আরোপ করেনি। এর ফলে সেখানে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন ইস্টারের ছুটির কারণে পরীক্ষায় বিলম্বের কারণে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা এতো বেড়েছে। কিন্তু ফেব্রুয়ারির পর থেকেই প্রতি সপ্তাহে ব্রাজিলে মৃত্যু এবং নতুন আক্রান্তের নতুন রেকর্ড লক্ষ্য করা গেছে।

করোনাভাইরাসের সর্বশেষ ঢেউয়ের আঘাতে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। করোনার নতুন ধরনের ঢেউয়ে রোগিদের জীবন বাঁচাতে বাধ্যতামূলক সেবা দেয়ার সিদ্ধান্তে চিকিৎসকরা চরম মানসিক যন্ত্রণার মুখে পড়েছে।

ইস্পিরিতো সান্তো ফেডারেল ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ ইথাল ম্যাসিল বলেন, ‘আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। এমন পরিস্থিতি মোকাবেলায় আমরা রাষ্ট্র বা ফেডারেল সরকারের কোন পক্ষেরই কার্যকর পদক্ষেপ দেখছি না।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দেশে মাত্র ১০ শতাংশ মানুষকে টিকা (প্রথম ডোজ) দেয়া হয়েছে। এ ভাইরাসের অতিদ্রুত ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে একমাত্র উপায় হচ্ছে কমপক্ষে ২০ দিনের জন্য কার্যকর লকডাউন আরোপ করা।’

ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ব্রাজিলের ডাক্তার মিগুয়েল নিকোলিস বলেন, ‘এ যেন পারমানবিক চুল্লি, যার চেইন রিঅ্যাকশন এখন শুরু হয়ে গেছে। এটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্রাজিল এখন পারমানবিক ফুকুশিমায় পরিণত হয়েছে।’

ব্রাজিলের বর্তমান এ পরিস্থিতি সত্ত্বেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অচিরেই দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। মঙ্গলবার ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েডেস বলেছেন, ‘আমরা মনে করি দুই থেকে তিন মাসের মধ্যেই ব্রাজিলে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়