সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ইরানের পরমাণু চুক্তি রক্ষায় আলোচনা বসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১০, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:১১, ৬ এপ্রিল ২০২১
ইরানের পরমাণু চুক্তি রক্ষায় আলোচনা বসছে যুক্তরাষ্ট্র

ছবি:ইরানের জাতীয় পতাকা

ঢাকা (০৬ এপ্রিল): ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চুক্তি রক্ষায় আলোচনায় যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিশেষ দূত রবার্ট ম্যালির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের আলোচকরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে এ আলোচনায় যোগ দেবেন। খবর ওয়াশিংটন পোস্ট, এএফপি।

জো বাইডেনের প্রশাসন আশা করছে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপের চুক্তিটি বহাল রাখা সম্ভব হবে। এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকমাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপাটমেন্টের নেড প্রাইস সোমবার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মূল বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের পরমাণু কর্মসূচিতে ফিরে যেতে ইরানের গৃহীত নানা পদক্ষেপ এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের গৃহীত নানা পদক্ষেপ।

এ চুক্তি থেকে ওয়াশিংটন ২০১৮ সালের মে মাসে বেরিয়ে গিয়েছিল। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী বর্তমান সদস্য ইরান, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের মধ্যে আলোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সভাপতিত্ব করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করতে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন। ইরান কখনো সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না ওই চুক্তিতে এমন নিশ্চয়তা দেয়া হয়েছিল।

কিন্তু ইরান ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা অবসানের দাবি করে সর্বশেষ বৈঠকে মার্কিন আলোচকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে অস্বীকৃতি জানায়।

জানুয়ারিতে ইরান জানিয়েছিল, তারা ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনেই ইরান এটা করেছে বলে জানিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়