সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৭, ৬ এপ্রিল ২০২১  
২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন

ছবি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (সংগৃহীত)

ঢাকা (০৬ এপ্রিল): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। সোমবার পুতিন এই সংক্রান্ত  একটি বিলে সই করার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করেন। খবর সিএনএন, বিবিসি ওয়ার্ল্ড। 

প্রকাশিত খবরে বলা হয়, এই বিল অনুমোদনের পর পরবর্তীতে যারা রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান তাদের জন্য কয়েকটি অতিরিক্ত যোগ্যতাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই একমাত্র রুশ নাগরিক হতে হবে।

আর যারা রাশিয়ার পাশাপাশি অন্য কোন দেশের নাগরিক অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে না।

এর আগে গেল বছর সাংবিধান সংশোধনে রাশিয়া সরকার ভোটের আয়োজন করেছিল। বর্তমানে দেশটির আইন প্রণেতারা সংবিধানের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন তৈরি করছেন।

এখানে উল্লেখ্য, ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নতুন বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে এখন তিনি ২০৩৬ সাল পর্যন্ত  রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়