সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাজ্যে ১২ এপ্রিল থেকে লকডাউন প্রত্যাহার হচ্ছে

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৭, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৪৭, ৬ এপ্রিল ২০২১
যুক্তরাজ্যে ১২ এপ্রিল থেকে লকডাউন প্রত্যাহার হচ্ছে

ছবি: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন(সংগৃহীত)

ঢাকা(০৬ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেয়া লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেবে দেশটি। 

ওইদিন থেকে যুক্তরাজ্যে সব ধরনের দোকান, রেস্টুরেন্ট, জিম এবং সেলুন খোলা থাকবে। খবর স্কাই নিউজ।

স্কাই নিউজের খবরে উল্লেখ করা হয়, গত ৫ এপ্রিল এক বিবৃতিতে লকডাউন প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় তিনি জানান, কিন্তু দেশবাসীর খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই।

তিনি জানিয়েছেন, এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চাই। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়