ডালাসের বাড়ি থেকে ৬ বাংলাদেশির লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ডালাসের এ বাড়ি থেকে ছয় বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ঢাকা (০৬ এপ্রিল): যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি বাড়ি থেকে ছয় বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে ফোনকল পেয়ে ওই বাড়িতে গিয়ে তারা মৃতদেহগুলো উদ্ধার করেছেন। খবর বিবিসি।
পুুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং একই পরিবারের সদস্য। পুলিশ বলেছে, এ পরিবারের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুই ভাই নিজেদের বাবা, মা, বোন ও নানীকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।
এই দুই ভাইই বিষন্নতায় আক্রান্ত ছিলো বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে বলে পুলিশ জানিয়েছে।
আত্মহত্যার আগে দুই ভাইয়ের মধ্যে ছোটো ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষন্নতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে গেছে।
স্থানীয় পুলিশ ধারণা করছে শনিবার এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের ছোটো ছেলে ফেসবুকে তাদের আত্মহত্যা ও অন্যদের হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে উল্লেখ করে স্থানীয় পুলিশ একে 'হতাশার কারণে আত্মহত্যা' বলে উল্লেখ করেছে।
ফেসবুকে লেখা নোটে ছোটো ছেলেটি লিখেছে যে, সে ২০১৬ সাল থেকে চরম বিষন্নতায় আক্রান্ত। এর জের ধরে কখনো কখনো সে নিজেই নিজের হাত পা কেটে স্বস্তি পাওয়ার চেষ্টা করেছে। তার বড় ভাইও বিষন্নতায় ভুগছে বলে সে উল্লেখ করেছে।