ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার সহায়তা বাইডেনের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ঢাকা (০৫ এপ্রিল): যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের অনুদান ফের চালু করছেন। এই অনুদানের প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে, ডোনাল্ড ট্রাম্প এই অনুদান বন্ধ করেছিল।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে। ডেইলি সাবাহ-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে।
উল্লেখ্য, ইসরাইলের তথাকথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়াতে ফিলিস্তিনিদের অনুদান বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন।