সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ইংল্যান্ডে প্রত্যেককে সপ্তাহে দুবার করোনা পরীক্ষার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৯, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৪৬, ৫ এপ্রিল ২০২১
ইংল্যান্ডে প্রত্যেককে সপ্তাহে দুবার করোনা পরীক্ষার উদ্যোগ

হোম সার্ভিসের মাধ্যমেও বাড়িতে বসে সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করা যাবে। ছবি: স্কাই নিউজ

ঢাকা (০৫ এপ্রিল): ইংল্যান্ডের প্রত্যেককে সপ্তাহে দুবার বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। শুক্রবার থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে স্কাই নিউজ এক রিপোর্টে জানিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোন ধরণের লক্ষণ নেই এমন সবার করোনা পরীক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা, করোনাভাইরাসে আক্রান্ত প্রতি তিনজনের একজনের মধ্যেই কোন ধরণের লক্ষণ দেখা যায় না। এরা নিজের অজান্তেই অন্যের মাঝে এ ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন।

সরকার বলছে, এখন শুধুমাত্র ইংল্যান্ডের জনগণের জন্যই এ ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রশাসনও নিজস্ব উদ্যোগে এ ব্যবস্থা নেবে।

ইংল্যান্ডে শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জনগকে অংশ নেওয়ার জন্য বড় ধরণের প্রচারণাও চালানো হচ্ছে। জনগণ বাড়িতে বসে অনলাইনে হোম সার্ভিসের মাধ্যমেও এ পরীক্ষা করাতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্র, পরীক্ষার জন্য নির্ধারিত স্থান, স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত পরীক্ষাগারে গিয়ে লোকজন এ পরীক্ষা করাতে পারবেন।

এছাড়া ফার্মেসি কালেক্ট নামে নতুন একটি সেবা চালু করা হচ্ছে। এর মাধ্যমে ১৮ বছরের উর্ধ্বের করোনার উপসর্গ নেই এমন যে কেউ নির্ধারিত স্থানীয় ফার্মেসিতে গিয়ে বাড়িতে বসে সপ্তাহে দুবার পরীক্ষা করার জন্য ৭টা টেস্ট কিটের একটি বক্স সংগ্রহ করতে পারবেন।     

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়