সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতে ১ দিনে লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৮, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৫০, ৫ এপ্রিল ২০২১
ভারতে ১ দিনে লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত

ভারতে এক দিনে লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

ঢাকা (০৫ এপ্রিল): ভারতে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। দেশটিতে  কয়েকদিন ধরে ক্রমেই বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে রবিবার দেশটির সব রেকর্ড ভেঙে এক দিনে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন  মানুষ সংক্রমণে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

দেশটির রাজ্যগুলোর মধ্যে মহারাষ্টে করোনা রোগী ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। রবিবার মহারাষ্ট্রে ৫৭ হাজার ৭৪ মানুষ নতুন করে আক্রান্ত হন।  এর আগে, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় (১৭ সেপ্টেম্বর) ভারতে এক দিনে ৯৮ হাজার ৭৯৫ জন মানুষ করোনা আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছিল।  

এদিকে দেশটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রবিবারেই ৪৭৭ জনের মৃত্যু হয়েছে।  এর আগে শনিবারে দেশটিতে মারা গিয়েছিল ৫১৪ জন।

ভারতে এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০ জনের করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা যান ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন মানুষ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়