সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস, মৃত ৭৬

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৪, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২৮, ৫ এপ্রিল ২০২১
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস, মৃত ৭৬

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে

ঢাকা (০৫ এপ্রিল): প্রবল বৃষ্টিপাতের প্রভাবে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ভূমিধস ও ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকার ঘরবাড়ির।

রবিবার সকালে আকস্মিক বন্যায় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ পরিচালনা সংস্থার (বিএনপিবি) সূত্রে জানা গেছে, দেশটিতে প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে অর্ধশত পরিবার ইতোমধ্যেই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কয়েক ডজন বাড়ি মাটিতে ঢেবে গেছে এবং অনেক বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৭৬ জন মারা গেছেন। 

রয়টার্স-এর প্রতিবেদন থেকে জানা যায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে দেশটির কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। সেখানে এখনো অনেকে মাটির নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়