মাওবাদীদের হামলা, ভারতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত
ঢাকা (০৪ এপ্রিল): ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
এদিকে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদীও নিহত হয়েছে জানা গেছে। অবশ্য কয়জন মাওবাদী মারা গেছে তা এখনো স্পষ্ট নয়। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি এ বিষয়ে জানিয়েছেন, শনিবার ছত্তিশগড়ের বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এ সময় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন। আহত হয়েছেন আরও ১২ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।