সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

নন্দীগ্রাম ছাড়া আর কোনো আসনে দাঁড়াব না: মমতা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৩, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০০, ৩ এপ্রিল ২০২১
নন্দীগ্রাম ছাড়া আর কোনো আসনে দাঁড়াব না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: আনন্দবাজার পত্রিকা

ঢাকা (০৩ এপ্রিল): নন্দীগ্রাম ছাড়া আর অন্য কোনও কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনহাটার জনসভায় নিজেই এ কথা জানিয়েছেন মমতা। খবর আনন্দবাজার পত্রিকা।

নন্দীগ্রাম ছাড়া অন্য কোনও আসনে মমতা লড়বেন না বলে বৃহস্পতিবারই জানিয়েছিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কটাক্ষের জবাব দিতে মমতা এবার নিজেও স্পষ্ট করে জানালেন, নীলবাড়ির লড়াইয়ে তিনি নন্দীগ্রাম ছাড়া দ্বিতীয় কোনও আসনে প্রার্থী হচ্ছেন না। 

শুক্রবার উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা। বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ১০ এপ্রিল কুচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে দিনহাটা, তুফানগঞ্জ কেন্দ্রও রয়েছে। শুক্রবার ওই দু’জায়গাতেই মমতা জনসভা করেছেন। দিনহাটার সভায় তিনি বলেছেন, নন্দীগ্রাম ছাড়া দ্বিতীয় কোনও আসনে দাঁড়াবেন না।

দ্বিতীয় আসনে দাঁড়ানো নিয়ে মোদির কটাক্ষের জবাবে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি আপনার হোম মিনিস্টারকে আগে কন্ট্রোল করুন। তার পর আমাদের কন্ট্রোল করতে আসবেন। আমি আপনার দলের লোক নই যে আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন। আর আমি আপনার দলের লোক নই যে আর এক জায়গা থেকে ইলেকশনে দাঁড়াতে আপনি আমাকে পরামর্শ দেবেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভায় মমতাকে কটাক্ষ করেন মোদি। নন্দীগ্রামে ভোটগ্রহণের দিনে তিনি বলেছিলেন, ‘দিদি, এটা কি সত্যি যে আপনি নন্দীগ্রাম ছাড়াও অন্য আসনে মনোনয়ন জমা দিচ্ছেন? প্রথমে আপনি নন্দীগ্রামে গেলেন। মানুষ তার জবাব দিয়েছে। এ বার যদি অন্যত্র যান, তবে বাংলার মানুষও আপনাকে সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়