সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বিজেপি বিরোধী জোট গঠনে কংগ্রেসসহ ১৫ দলকে মমতার চিঠি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৫, ২ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৫৬, ২ এপ্রিল ২০২১
বিজেপি বিরোধী জোট গঠনে কংগ্রেসসহ ১৫ দলকে মমতার চিঠি

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

ঢাকা (০২ এপ্রিল): জাতীয় স্তরে বিজেপি-বিরোধী দলগুলিকে জোট বেঁধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এ লক্ষ্যে তিনি কংগ্রেসসহ ১৫ দলকে চিঠি দিয়েছেন। এদের মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে কাশ্মীরের পিডিপি নেতৃত্ব। শিবসেনার পক্ষ থেকেও ভাবনা-চিন্তা করবে বলে জানানো হয়েছে। আর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সোনিয়া গান্ধীই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে মমতা অন্যান্য বিরোধী দলের সঙ্গে কংগ্রেস সভানেত্রীকেও চিঠি লিখে বিরোধী জোটের আহ্বান জানান। এআইসিসি-ও পক্ষ থেকে মুখপাত্র রাজীব শুক্ল বলেন, ‘কংগ্রেস সংবিধান রক্ষায়, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষায় বিরোধী ঐক্যের কথা বলছে। রাহুল গান্ধী অনেক দিন ধরেই এ কথা বলছেন। মমতা কংগ্রেস সভানেত্রীকে চিঠি লিখেছেন। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

পিডিপি সভাপতি মেহবুবা মুফতি অবশ্য মমতার চিঠি টুইটে তুলে জানিয়েছেন, ‘আমি ওনার সঙ্গে একমত। দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখতে এবং মূল্যবোধ অটুট রাখতে বিরোধীদের একজোট হওয়া জরুরি।’ তিনি বলেন, ‘আহ্বান জানানোর জন্য মমতাকে ধন্যবাদ। সংবিধান নির্দেশিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। আপনার আশঙ্কা বুঝি এবং তা ভাগ করে নিতে চাই।’

কেন্দ্রীয় সংস্থা যে ভাবে উপত্যকার নেতা-নেত্রীদের আটক করেছে, সেটা উল্লেখ করে মুফতি বলেন, ‘কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে একজোট হওয়ার সময় এসেছে।’

শিবসেনাও মমতার আহ্বানে আজ সাড়া দিয়েছে। প্রাথমিক ভাবে তারা জানিয়েছিল, উত্তরবঙ্গের কিছু আসনে প্রার্থী দিতে চায়। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপিকে হটাতে তারা তৃণমূলের পাশেই রয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘অসম ও পশ্চিমবঙ্গের ফল অদূর ভবিষ্যতে জাতীয় রাজনীতির দিক নির্ধারণ করবে। আগেও গণতন্ত্র আক্রান্ত হয়েছে। এই প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা লিখেছেন। এ ব্যাপারে চিন্তাভাবনা করব।’

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়