সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৭, ১ এপ্রিল ২০২১  
ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ এপ্রিল): করোনাভাইরাস মহামারি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ব্রাজিলে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যার দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে একদিনে করোনায় মারা গেছে ৩ হাজার ৯৫০ জন মানুষ। যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।

ওয়াল্ড ও মিটারের তথ্যানুসারে, এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেল ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৯ হাজার ২০০ জন মানুষ। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হলেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জনের।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়